• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ইউরোপের স্বপ্ন দেখিয়ে দুবাই নিয়ে নির্যাতন, গ্রেপ্তার ২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ০১:০৩ পিএম
ইউরোপের স্বপ্ন দেখিয়ে দুবাই নিয়ে নির্যাতন, গ্রেপ্তার ২

ইউরোপে পাঠানোর কথা বলে দুবাই নিয়ে নির্যাতনের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।  

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টুরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ।

গ্রেপ্তাররা হলেন বাদশা (৩১) ও রাজিব মোল্লা (৩৫)।

ডিবি প্রধান জানান, একটি বাংলাদেশি চক্র লিবিয়া হয়ে ইউরোপে পাঠানোর নামের সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

হারুন অর রশীদ জানান, গ্রেপ্তার রাজিবের এক আত্মীয় ৪ অক্টোবর দুবাই এয়ারপোর্ট থেকে ২০ জনকে ইউরোপে নেওয়ার কথা বলে একটি বাসায় নিয়ে রাখেন। এরপর তাদের নির্যাতন করা হতো। সেই নির্যাতনে অডিও রেকর্ড পাঠিয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে বিপুল অংকের টাকা দাবি করেন।

সম্প্রতি এক ভুক্তভোগীর পরিবার এ বিষয়টি নিয়ে পুলিশের শরণাপন্ন হয়। এরপর তদন্তে নামে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা আন্তঃদেশীয় সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্য। দেশের বেকার যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় পাচার করে। এরপর ভুক্তভোগীদের অপহরণ করে ক্যাম্পে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে।

Link copied!