শুরু হয়েছে ঢাকা বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করবেন, যত সময়ই লাগুক, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ভোট গণনা শেষে আজ রাতেই ফল ঘোষণা হবে। সকাল থেকেই শিক্ষার্থীরা ভোট দিতে জড়ো হচ্ছেন। এবারই প্রথম আবাসিক হলের বাইরে চলছে ভোটগ্রহণ। ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দিতে পারছেন শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ভোটার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
নির্বাচন ঘিরে নিরাপত্তার জন্য টিএসসিতে রয়েছে পুলিশের একটি নিয়ন্ত্রণকক্ষ। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরাও।
এবার ডাকসুর ২৮টি পদে মোট প্রার্থী আছেন ৪৭১ জন। ভিপি পদে মোট প্রার্থী ৪৫ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র ৫ জন। আর জিএস পদে প্রার্থী ১৯ জন, সেখানে মাত্র ১ জন নারী প্রার্থী রয়েছেন। ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫, ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন।
এবারও ওএমআর শিটের ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে ডাকসু ও হল সংসদের। ব্যালটে রয়েছে ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার জায়গা।
এক বছরের জন্য গঠিত হচ্ছে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ। আর ১৩ জন করে ২৩৪ নির্বাচিত হবেন ১৮টি হলে। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। একজন ভোট দেবেন ৪১টি করে। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।
নির্বাচন উপলক্ষে সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।
এর আগে সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ডাকসুর ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নুর ও গোলাম রাব্বানী।