৭ দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৩৬ পিএম
৭ দিনের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি

করোনা সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউনের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (৩০ জুন) সকাল ১১টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউন চলবে ৭ জুলাই পর্যন্ত। এই সময় কেউ বিনা প্রয়োজনে জরুরি সেবা ছাড়া ঘর থেকে বাইরে যেতে পারবেন না। নির্দেশ অমান্য করলেই কঠোর শাস্তি দেওয়া হবে।

লকডাউন চলাকালীন সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন ও শপিংমল।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে শিল্পকারখানা, আন্তর্জাতিক ফ্লাইট, নিত্যপন্যের দোকানপাট। রেস্টুরেন্ট খোলা রাখা যাবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না।

কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবি মাঠে থাকবে। সঙ্গে থাকবে সেনাবাহিনীও। এই দফায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে শাস্তির আওতায় এনে জনসাধারণের চলাচলকে নিয়ন্ত্রণ করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এক নজরে দেখে নিন লকডাউনের প্রজ্ঞাপন

Link copied!