• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

হাসেমসহ ছয় আসামি আদালত থেকে কারাগারে


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৮:৩৬ পিএম
হাসেমসহ ছয় আসামি আদালত থেকে কারাগারে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ও তার দুই ছেলেসহ ৮ আসামিকে চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে আসামিদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হয়। 

এ সময় আসামিপক্ষের আইনজীবী সজীব গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলে তাওসিফ ইব্রাহিম ও তানজিম ইব্রাহিমের জামিন আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে অপর ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান। এর আগে আসামিদের গ্রেপ্তারের পর গত ১০ জুলাই একই আদালতে হাজির করে পুলিশের তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশ সুপার জানান, চারদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তারা কেউ সঠিক দিতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে এই মামলার তদন্ত সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

Link copied!