• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করেছেন হেলেনা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৫:৪৫ পিএম
‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করেছেন হেলেনা’

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার আল মঈন বলেন, “হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তিনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের সম্মানহানি করতেন। এ বিষয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।”

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, “হেলানা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রার অফিসে বৃহস্পতিবার (২৯ জুলাই) মধ্যরাতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে জয়যাত্রার অফিস থেকে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়েছে। যেগুলোর কোনোটিরই বিটিআরসির অনুমোদন ছিল না। এ বিষয়ে তার বিরুদ্ধে টেলিযোগাযোগ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”

এছাড়া জয়যাত্রা টিভির সম্প্রচারের কোনো বৈধ কাগজপত্র নেই বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন। হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পাওয়ার অপচেষ্টা করেছে বলে জানায় র‌্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন আরও জানায়, হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়াপ্রবাসী আলোচিত সেফুদার যোগাযোগ ও লেনদেন ছিল। তিনি সেফুদাকে নাতি বলে ডাকতেন।

এর আগে বৃহস্পতিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। নানা সমালোচিত কর্মকাণ্ডের জন্য সম্প্রতি হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য থেকে অব্যহতি দেওয়া হয়।
 

Link copied!