রাজধানীর তেজগাঁও ও শান্তিনগর এলাকায় পৃথকভাবে দুই অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৬ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তেজগাঁও এলাকায় ডিএমপির (ডিবি) তেজগাঁও বিভাগের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ চার জন ও শান্তিনগর এলাকায় ডিবি উত্তরা বিভাগের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন- মো. সুমন মিয়া (২৬), সাগর চৌহান (২৯), মো. খোকন (২১) ও মো. রাসেল (২০)।
এছাড়া শান্তিনগর থেকে গ্রেপ্তাররা হলেন- মো. জসিম মিয়া ও মো. শাকিল মিয়া।
শুক্রবার (২৯ অক্টোবর) এ অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ডিএমপি।
এ বিষয়ে ডিবি তেজগাঁওয়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দিন বলেন, “বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে আমরা গোপন খবর পায় কয়েকজন মাদককারবারি দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় “
এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, “পল্টন ও মতিঝিল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সংবাদ আসে শান্তিনগর থেকে কাকরাইল সড়কের প্রাইম ব্যাংকের আশপাশের এলাকায় মাদককারবারিরা গাঁজা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়।:
এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।