• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিটের দাম দ্বিগুণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২, ০৪:৪৯ পিএম
জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিটের দাম দ্বিগুণ

জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে দর্শনার্থীদের প্রবেশের টিকিটের দাম দ্বিগুণ করা হয়েছে। এত দিন বয়স্কদের জন্য ছিল ২০ টাকা ও ১০ বছরের শিশু দর্শকদের জন্য ১০ টাকা। তবে আগামী ২ সেপ্টেম্বর থেকে তা নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের ৪০ টাকা, শিশু দর্শকদের ২০ টাকা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিট মূল্য শেষ বেড়েছিল ২০১৭ সালের এপ্রিল অর্থাৎ প্রায় পাঁচ বছর আগে। জাদুঘরের বিদ্যুৎ বিল বেড়েছে, মেইনটেইনেন্স খরচ বেড়েছে। এছাড়া করোনাকালীন সংকট বিবেচনায় নিয়ে বোর্ড অব ট্রাস্টি এই সিদ্ধান্ত নিয়েছেন।”

এর আগে মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় জাদুঘরের যুগ্ম সচিব গাজী মো. ওয়ালি-উল-হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশি দর্শক ৪০ টাকা এবং শিশু দর্শক ২০ টাকা নির্ধারণ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা আগামী ২ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!