জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতার লক্ষ্যভ্রষ্ট গুলিতে আবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট)) সন্ধ্যায় পানধোয়া ঢাল এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের স্কুল ও কলেজ শাখার প্রভাষক মনসুর আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই ) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ আবুল হোসেন আশুলিয়ার গোকুলনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। অপর দিকে গুলি ছোঁড়ার অভিযোগ ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার বিরুদ্ধে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্ল্যার ছেলে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রভাষক মনসুর আলীর জানান, তার বাড়ির সামনে দীর্ঘ দিন মাদক বিক্রির করতেন শামীম ও তার সহযোগীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক বিক্রিতে বাধা দেয় তিনি। এতে ক্ষিপ্ত হন শামীম ও তার সহযোগীরা। এ সময় তারা প্রভাষক মনসুর আলীর সাথে বাখ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পিস্তল বের করে তিন রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাদক বিক্রেতা আবুল হোসেনের ডান হাতে বিদ্ধ হয়।
এ ঘটনার অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা জানান, ক্যাম্পাস বন্ধ, কেন্দ্রের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে জড়িত থাকায় আহত আবুল হোসেনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।