• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, মৃত্যু ১৯৯ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৮:২৩ পিএম
এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, মৃত্যু ১৯৯ 

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৭৯২।

এদিকে, আবারও একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জন। এটি যাবতকালে এক দিনে সর্বোচ্চ। এর আগে বুধবার (৭ জুলাই) শনাক্ত হয়েছিল ১১ হাজার ১৬২ জন। মঙ্গলবার শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫২৫ জন। 

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নতুন শনাক্ত হওয়া ১১ হাজার ৬৫১ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। আর মারা যাওয়া ১৯৯ জনকে নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১৫ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬০ শতাংশ।

Link copied!