• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

আজ শিল্পকলায় নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২, ১০:২০ এএম
আজ শিল্পকলায় নাট্যকেন্দ্রের ‘পুণ্যাহ’

দেশের মঞ্চ নাটকে নব্বই দশক থেকে সরব ভূমিকা পালন করছে ‘নাট্যকেন্দ্র’। প্রথম সারির দলটি দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে নাটক মঞ্চস্থ করেছে। খ্যাতনামা এই নাট্যদলের ১৫তম প্রযোজনা ‘পুণ্যাহ’। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এর চতুর্থ রজনীর মঞ্চায়ন হবে।

ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর চাঁদপুর জেলার ১২৫ বছর পূর্তি উদযাপন আয়োজনে ‘পুণ্যাহ’র তৃতীয় রজনীর মঞ্চায়ন হয়েছে।

নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনায় ড. ইউসুফ হাসান র্অক। প্রযোজনা উপদেষ্টা নন্দিত অভিনেতা তারিক আনাম খান এবং প্রযোজনা অধিকর্তা ঝুনা চৌধুরী।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল সরকার, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহীদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ উচ্ছাস, এস আই রাজ, ইফফাত আরা, লিনসা, ঐন্দ্রিলা, তন্ময়, রুমি, রাজীব, প্রশান্ত স্বর্ণকার, ড.নির্ঝর অধিকারী প্রমুখ।

মঞ্চের পাশাপাশি সংগীত নির্দেশনায়ও থাকছেন ড. ইউসুফ হাসান অর্ক। পোশাক পরিকল্পনা করেছেন খন্দকার সাজিয়া আফরিন। আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস এবং কোরিওগ্রাফিতে প্রান্তিক দেব।

 

Link copied!