• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ জ্বিলকদ ১৪৪৬

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের পাঠ ও পর্যালোচনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২২, ০৯:২৫ পিএম
আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের পাঠ ও পর্যালোচনা

সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর: পাঠ ও পর্যালোচনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সামাজিক বিজ্ঞান অনুষদ) অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ আয়োজিত এই পাঠ ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আবুল মনসুর আহমদের প্যারোডি কবিতা আবৃত্তি করবেন বাচিকশিল্পী তামান্না তিথি।

এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ আকবর আলি খান।

আকবর আলি বলেন, “মুসলিম বাংলায় বুদ্ধির মুক্তি আন্দোলনে আবুল মনসুর আহমেদ একজন অগ্রসৈনিক। তিনি সামাজিক অজ্ঞতার বিরুদ্ধে তীব্র আঘাত এনেছিলেন।”

লেখক ও প্রাবন্ধিক, আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের সভাপতি সিরাজুল রহমান চৌধুরী বলেন, “আবুল মনসুর আহমদ দেখিয়েছেন জীবনের যে তেজস্বিতা তা কেমন করে সব কিছুকে ডিঙ্গিয়ে উঠতে চায়। মুসলিম মধ্যবিত্তের পরিবারের বিকাশের মধ্যে যে একটা প্রবণতা ছিল তাই মিলে এই লেখকের রচনায়।”

আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ বিন আলী।

আলোচনা শেষে সংগঠনের উদ্যোগে পঞ্চমবারের মতো আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এবারে প্রতিযোগিতার বিষয় ছিল— ‘সাংবাদিক আবুল মনসুর আহমদ বনাম আজকের সাংবাদিকতা’, ‘শিল্প-বাণিজ্য প্রসারে আবুল মনসুর আহমদের ভূমিকা’ ও ‘বাঙালি সংস্কৃতিতে আবুল মনসুর আহমদের চিন্তা’।

প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ১০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার হিসেবে আবুল মনসুর আহমদের এক সেট বই। এ ছাড়াও ছিল সনদ ও ক্রেস্ট।
 

Link copied!