• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

নতুন আখ্যান


খালেদ হোসাইন
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৫:২১ পিএম
নতুন আখ্যান

গরিবদের ঈশ্বর-ভাবনা খুব দ্রুত বদলে যাচ্ছে।
এক নলা ভাতই তাদের ঈশ্বর, পরিশ্রমই তাদের ধর্ম। 
এক পশলা ঘুমই তাদের স্বর্গ, কর্মহীনতাই তাদের নরক। 
সব ধরনের স্তোত্রপাঠই তাদের বিনোদন। হুর, অপ্সরী 
বা সুরা—গালগল্প। তথাকথিত স্বর্গে তাদের আগ্রহ নেই, 
নরকে আপত্তি নেই। দৃশ্যত যে দাস, সে-ও তার প্রভুর
চেয়ে স্বাধীন, আকাশ মেঘলা হলে সে গুনগুন করে
মাটিতে ছবি আঁকে, আকাশে আঙুল ঘুরিয়ে সৃষ্টি করে
 
কবিতার পর কবিতা, স্বপ্নময় অজস্র নতুন আখ্যান।
 

Link copied!