পারিবারিক ব্যস্ততা আর জীবিকার প্রয়োজনে বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন ঢালিউড তারকা ওমর সানী-মৌসুমী জুটির পরিবার। ওমর সানী বাংলাদেশে থাকলেও ছেলে ফারদিন এহসান ব্যবসার সূত্রে গত দুই বছর ধরে দুবাইপ্রবাসী। অন্যদিকে, চিত্রনায়িকা মৌসুমী একমাত্র কন্যা ফাইজাকে নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। দীর্ঘ সময় একে অপরের থেকে দূরে থাকার পর অবশেষে মরুশহর সৌদি আরবে দেখা হলো বাবা ও ছেলের।
সম্প্রতি দেশটির জেদ্দায় ব্যবসায়িক কাজে যান ফারদিন। কাকতালীয়ভাবে বা পরিকল্পিতভাবেই হোক, একই সময়ে সেখানে উপস্থিত হন ওমর সানী। দীর্ঘ দুই বছরের প্রতীক্ষার পর দেখা হয় বাবা-ছেলের; একসঙ্গে পালন করেন পবিত্র ওমরাহ।
ছেলের সঙ্গে এই বিশেষ মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ওমর সানী। এক ভিডিওতে দেখা যায়, কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই অভিনেতাকে। সানী বলেন, ‘আমার ছেলে ফারদিন দুই বছরের অধিক সময় বাংলাদেশের বাইরে। ও দুবাইতে কাজ করছে। জেদ্দাতে ওর সঙ্গে দেখা হলো। লাভ ইউ বাবা। তোমার কান্না চোখ আমাকে মুগ্ধ করেছে। ভালো থাকিস বাবা। তুই যেন সবসময় সুখে শান্তিতে থাকিস বাবা। আমার এই ফিলিংস বলে বোঝাতে পারবো না।’
ছেলের জন্য দোয়া চেয়ে তিনি আরও বলেন, ‘ওর জন্য দোয়া করবেন। ও ওমরাহর জন্য আসছে। ও যেন নিরাপদে থাকে, আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ ও শান্তিতে রাখে।’
এ ঘটনায় মৌসুমীর প্রতিক্রিয়ার কথাও জানান সানী। বলেন, ‘ফারদিন এবং আমার একটি ছবি দিয়েছিলাম ওর মা মৌসুমীকে। সে বললো, আমাদের একসাথে দেখে অঝোরে কান্না করছে। আমাদেরকে সে অনেক বেশি মিস করছে।’
সোশ্যাল মিডিয়ায় বাবা-ছেলের এই অকৃত্রিম ভালোবাসার ভিডিওগুলো নেটিজেনদের বেশ আপ্লুত করেছে। দুই বছর পর তাদের এই দেখা এবং একসঙ্গে ইবাদতের বিষয়টি প্রশংসায় ভাসছে।


































