• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সবুজ রঙের বিরল সেই কুকুর ছানা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০২:১৩ পিএম
সবুজ রঙের বিরল সেই কুকুর ছানা!

প্রাণীর সরলতা দেখে তাদের আদরে কাছে টানতে ইচ্ছে হয়। নিজের পোষা করে রাখতে ইচ্ছে হয়। পোষা প্রাণীর শারীরিক গড়ন, গঠন আর মুখায়ব দেখে যেন আদর আরও খানিকটা বেড়ে যায়। কম-বেশি সবারই নজর কেড়ে নেয়ে সেই প্রাণীটি। সম্প্রতি যেমনটা নজর কেড়েছে কানাডায় জন্মানো সবুজ রঙের এক কুকুর ছানা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল সম্প্রতি প্রতিবেদনে জানায়, আটলান্টিক মহাসাগরের পাশে কানাডার নোভা স্কটিয়া প্রদেশ। সেই প্রদেশের মিডল স্যাকভেল শহরের বাসিন্দা ট্রেভার ও অড্রা মোশের দম্পতি। তাদের একটি পোষা কুকুর রয়েছে। এর নাম ফ্রেয়া। তার বয়স তিন বছর। সম্প্রতি পোষা কুকুর ফ্রেয়া ৮টি ছানার জন্ম দেয়। এর মধ্যে ৭টি ছানা দেখতে সাধারণ। কিন্তু একটি কুকুর ছানা দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। বিশেষ করে ছানাটির গায়ের রং। গাঢ় সবুজ রঙের লোম নিয়ে জন্মানো এই কুকুর ছানাটি ইতোমধ্যে সবার নজর কেড়েছে।

কুকুর ছানাটির প্রসঙ্গে তার মালিক ট্রেভার মোশের জানান, সাতটি ছানার জন্মের শেষে অষ্টম ছানাটির জন্ম হয়। ৭টি ছানা সাদা ও কালোর রঙের। কিন্তু অষ্টম ছানাটি হচ্ছে সবুজ রঙের।

অড্রা মোশের বলেন, ‘সবুজ কুকুর ছানাটি সত্যিই সুন্দর। আমরা ভেবেছিলাম, সবুজ ছানাটির জন্মে হয়তো ত্রুটি রয়েছে। কিন্তু ছানাটি পরিষ্কার করার পর সেও অন্য ছানাদের মতো ছোটাছুটি করছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের সবুজ রং ফিকে হয়ে যাচ্ছে। জন্মানোর পর গায়ের রং গাঢ় সবুজ ছিল।‘

কুকুর ছানাটির জন্য় সুন্দর একটি নামও খুঁজছেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেভার বলেন, ‘হালকিত, ফিওনা, ওয়াসাবি, লাকি আইরিশ ও পিসাচিও—মোট পাঁচটি নাম বাছাই করা হয়েছে। এর মধ্যে একটি নাম রাখা হবে।‘

ট্রেভার মোশের বলেন, ‘এটা বিরল একটি ঘটনা। আমরা খুবই আনন্দিত বিরল মুহূর্তের সাক্ষী হতে পেরে। আমরা সব ছানাকেই যত্নে বড় করবো।‘

তবে কুকুর ছানাটির গায়ের সবুজ রং স্বাভাবিক উপায়ে সময়ের সাথে সাথে হারিয়ে যাবে বলে জানিয়েছে পশু চিকিৎসকরা। তাই বিরল এই কুকুর ছানাটির প্রতিটি মুহূর্তের ছবি ধারণ করে রাখছেন এই দম্পতি।

Link copied!