ত্বকের যত্নে কত কী-ই না করতে হয়। রূপচর্চায় বরফের ব্যবহার অতি পুরোনো একটি প্রথা। চলুন জেনে নিই ত্বকে বরফ ব্যবহারের উপকারগুলো কী কী —
বরফ ত্বকের রুক্ষতা দূর করে
বরফ ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে। এ ছাড়া রক্ত সঞ্চালনের মাত্রা বাড়িয়ে ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। নিয়মিত মুখে বরফ ঘষলে চুলকানিসহ ত্বকের অন্যান্য সংক্রমণজাতীয় সমস্যাও দূর হয়।
মেকআপের বেইজ ঠিক রাখতে
মেকআপের বেইজ ঠিক রাখে বরফ। মেকআপ করার আগে এক টুকরা বরফ মুখে ঘষে নিন। এতে মেকআপ করার পরও ত্বক থাকবে সতেজ। আর সহজে মুখ ঘামাবেও না। এতে মেকআপ হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
ত্বক টানটান করে
নিয়মিত বরফ ঘষলে ত্বক টানটান হয়। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে কুঁচকানো ভাব দূর হয়ে ত্বক হয় বলিরেখামুক্ত।
চোখের ফোলা ভাব দূর হয়
রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে বরফ ঘষুন। এতে চোখের ফোলা ভাব অনেকটা কমে যাবে এবং কুঁচকানো ভাবও দূর হবে।
ত্বকের দাগ দূর হয়
ব্রণের দাগ অথবা ছোপ ছোপ দাগ দূর করতে নিয়মিত মুখে বরফ ঘষুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন।