• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

রূপচর্চার কিছু জাদুকরি টিপস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩, ০৩:৩০ পিএম
রূপচর্চার কিছু জাদুকরি টিপস

জীবনের নানা ব্যস্ততা নিয়ে শরীর ও ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয় না অনেকেরই। তবে কিছু কৌশল জানা থাকলে খুব অল্প সময়ের মধ্যে রূপচর্চা করতে আর সমস্যা হয় না। চলুন জেনে নিই।

  • মুখে কালো দাগ হলে তাহলে শসা, পেঁপে আর টমেটোর রস সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান। এই প্যাক শুকিয়ে এলে দ্বিতীয় বার আবার লাগান। এইভাবে তিন-চারবার এই প্যাক লাগানোর ২০ মিনিট পরে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন।
  • মধু ও দুধ একসঙ্গে মিলিয়ে ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
  • রোদে পোড়া দাগ দূর করতে চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে ম্যাসাজ করা যেতে পারে। একটি লেবুর অর্ধেকটা রস করে গোসলের পানিতে মিশিয়ে নিলে তা ত্বক মসৃণ হবে। 
  • কয়েক ফোঁটা বাদাম বা নারকেল তেল হাতে নিয়ে আস্তে আস্তে চুলের আগায় লাগিয়ে নিন। এতে চুলের আগা ফাটা বন্ধ হয়ে চুলকে করবে মসৃণ ও সুন্দর।
  • ত্বক সুস্থ রাখতে রাতে শোবার আগে ভালোভাবে মুখ ধুয়ে নেবেন। মুখে মেকআপ থাকলে ভালোভাবে তুলে ফেলতে হবে।
  • শুষ্ক তকের জন্য ৩-৪ চামচ গরম দুধের মধ্যে ১ চামচ মধু আর লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এই প্যাকটা ময়শ্চারাইজারের কাজ করবে। এই প্যাকটা ব্যবহার করলে ত্বকের উজ্বলতা বাড়বে।
  • আমলকীর তৈরি তেল চুলের জন্য অনেক বেশি উপকারী। এটি নিয়মিত ব্যবহারের ফলে চুল পরা কমে, চুলের বাদামি ভাব দূর হয়, চুল দ্রুত বড় হয়, খুশকি মুক্ত থাকে, চুল ঘন হয়।
Link copied!