• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কীভাবে বুঝবেন সঙ্গী এড়িয়ে চলছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ১১:২৩ এএম
কীভাবে বুঝবেন সঙ্গী এড়িয়ে চলছে

ভালবাসার কারণেই দুজন মানুষ হাত ধরেন। অনেক সম্পর্কে দু’জনের ভালবাসার তারতম্য দেখা যায়। কেউ ভালবাসার বিপুল স্রোতে ভেসে যান। আবার কেউ সন্তর্পনে সমস্ত আবেগের ছোঁয়া বাঁচিয়ে চলার চেষ্টা করেন। তবে প্রেমের সম্পর্কে আছেন মানেই সব সময় কাছাকাছি থাকতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। কিন্তু শুধুমাত্র প্রয়োজন পড়লে সঙ্গীকে মনে পড়ে, সেটাও ঠিক নয়। ব্যস্ততার দোহাই দিয়ে সঙ্গী কথা বলা এড়িয়ে যাচ্ছেন অথবা যোগাযোগ সীমাবদ্ধ করে দিচ্ছেন। অথচ আপনি বুঝতেই পারছেন না যে আপনার গুরুত্ব তার কাছে ঠিক কতটা। তবে নিজের মতো কিছু ভেবে না নিয়ে বরং কথা বলে নেওয়াই ভালো। চলুন জেনে নিই কীভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে এড়িয়ে যেতে চাইছেন—

  • বিশেষ কোনো উৎসব হোক সাধারণ কোনো দিন, দু’জনে একসঙ্গে কোথাও যাবেন বলে ঠিক করেছেন। হঠাৎ করে শেষ মুহূর্তে জরুরি কাজ পড়ে গিয়েছে বলে সঙ্গী প্রায়ই পরিকল্পনা বাতিল করে দেন।
  • দুজনে একসঙ্গে কাটানোর মুহূর্তগুলি আপনার ভালো থাকার রসদ হলেও সেই মুহূর্তগুলো আপনার কাছে যতটা মূল্যবান সঙ্গের মানুষটির কাছে সেই মুহূর্তগুলির কোনো গুরুত্ব আগের মতো নেই।  
  • কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও তিনি মেসেজের উত্তর দিচ্ছেন না।
  • নানা অজুহাতে আপনার সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। দেখা করতে চাইলে তিনি সময় দিতে পারছেন না।
  • ভবিষ্যৎ পরিকল্পনা কথা বলতে গেলেই তিনি আপনাকে থামিয়ে দিচ্ছেন কিংবা এড়িয়ে যাচ্ছেন। এরকম লক্ষণ দেখলে আপনি সতর্ক হন। তিনি প্রয়োজনে বিস্তারিত আলোচনা করুন।
  • খুব ছোট বিষয় নিয়েই বড় অশান্তি করেন। আপনার মন খারাপ লাগে।

এমন ঘটনা দিনের পর দিন ঘটতে থাকলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে আপনাদের সম্পর্ক ভেন্টিলেশনে চলে গেছে। এক্ষেত্রে আর সময় নষ্ট না করে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলুন। কেন তিনি বারবার এই কথা বলছেন, গোপন কিছু লুকাচ্ছেন কিনা, সেই প্রশ্ন তাকে করুন। ঠিকঠাক উত্তর না পেলে মনে মনে নিজেকে তৈরি রাখুন।

Link copied!