সবার শরীরেই তিল রয়েছে। শরীরের যে কোনো জায়গায় এগুলো দেখা দিতে পারে। অনেক সময় অবাঞ্চিত তিল আমাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে দেয়। যার কারণে তিল অনেকে পছন্দ করেন না। চিকিৎসকের কাছে গিয়ে তিল সারানোর জন্য ছোটেন। যেটি বেশ ব্যয়বহুল। তবে আপনি চাইলে কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে ঘরেই তিল দূর করতে পারেন। চলুন জেনে নিই উপায়-
- তিল সারাতে রসুন খুবই কার্যকর। তিলের ওপর নিয়মিত রসুনের রস লাগালে তিল দূর হবে
- ক্যাস্টর অয়েলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে প্যাক তৈরি করুন। প্রতিদিন নিয়ম করে লাগান স্কিনে। কয়েক সপ্তাহ লাগালেই স্কিন থেকে তিল দূর হয়ে যাবে। বেকিং সোডা তিলগুলোকে শুকিয়ে দেয় আর ক্যাস্টর অয়েল স্কিনকে প্রটেক্ট করে।
- দিনে বেশ কয়েকবার লেবুর রস লাগান স্কিনে। ব্লিচের কাজ করবে লেবুর রস।
- টি ট্রি অয়েলে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। অনেকে দাবি করেন, দিনে কয়েকবার এই তেল প্রয়োগ করলে তিল অদৃশ্য হয়ে যায়। তবে টি ট্রি অয়েল ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই তেল কোনোভাবেই শরীরের ভেতরে যেন না যায়।
- শরীরের যে স্থানে তিল দেখা যায় সেই স্থানে এই আলুর রস নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে নিশ্চয় কিছুদিন পর সেই তিল দূর হয়ে যাবে ।