• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

খাওয়া যাবে বিয়ের পোশাক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:৪৫ পিএম
খাওয়া যাবে বিয়ের পোশাক!

একেক দেশের একেক রকম সামাজিকতা, রীতি ও সংস্কৃতি রয়েছে। কিছু ধর্মের নিয়ম অনুযায়ী বিয়েতে কেক কাটা হয়। আজকাল কেকের চাহিদাও বেড়েছে তুমুল হারে। আর সেই কেক যদি হয় বিয়ের পোশাক, তাহলে ব্যাপারটা কেমন হবে! চলুন দেখে আসি। 

সুইজারল্যান্ডের ফুড স্পেশালিস্ট নাতাশা কলিন বানিয়েছে তেমনই এক বিশেষ পোশাক। ক্রেতার পছন্দ অনুযায়ী কেক দিয়ে কনের বিয়ের গাউন বানিয়েছেন তিনি। আর সেই কেক মহা আনন্দে সবাই মিলে খাওয়া হয়।

নাতাশা কলিন ২০১৪ সালে তৈরি করেন বাহারি ডিজাইনের কেক। কেক এবং পেস্ট্রি বানানোর জন্য তার রয়েছে নিজস্ব প্রতিষ্ঠান। এর আগেও নানান চমকপ্রদ কেক বানালেও এবার তিনি যা করেছেন, তা দেখে চোখ কপালে উঠেছে অনেকের।

নাতাশার এবারের কেক পরা যাবে, খাওয়ায় যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে নাতাশার সাদা ধবধবে গাউন কেক। সেখানে নাতাশা দেখাচ্ছেন, কীভাবে এই কেক পরতে হবে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ওয়েডিং ফেয়ারে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে সেরার মুকুট অর্জন করেছেন নাতাশা। জিতেছেন শিরোপা। ১৩২ কেজি ওজনের এই কেক বিশ্বের সবচেয়ে বড় কেক এবং পরিধানযোগ্য।  

Link copied!