• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ঘরের কোন কোণে কোন রঙের পর্দা হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৩:০৬ পিএম
ঘরের কোন কোণে কোন রঙের পর্দা হবে

ঘরের শোভা বাড়ায় চাদর আর পর্দা। দেয়ালের রঙের সঙ্গে মানিয়ে চাদর ও পর্দা বিছিয়ে নিলেই ঘরের শোভা বেড়ে যায় কয়েকগুণ। আর ঘরের পরিবেশ শান্তিপূর্ণ হলে মন, মেজাজেও থাকে শান্তির ছোঁয়া। পর্দার কাপড় থেকে শুরু করে এর রং বাছাইয়ে বিশেষ মনোযোগী ও রুচিশীল হতে হবে। ঘরের কোন কোণে কেমন রংয়ের পর্দা হবে তা ঠিক করে নিন। এরপর সেই অনুযায়ী দোকান থেকে পর্দা বেছে নিন। মনে রাখবেন, ঘরের সৌন্দর্য মনের সৌন্দর্যও বাড়ায়। তাই জীবন অনেকটাই সহজ হয়ে উঠে।

কী রঙের পর্দা দিবেন নিশ্চয়ই ভাবছেন? এই বিষয়ে কিছু ধারণা দেওয়া হলো আজকের আয়োজনে।

বাড়ির পূর্বমুখী ঘরের জন্য গাঢ় রঙের পর্দা বেছে নিতে পারেন। পছন্দের তালিকায় খয়েরি রং রাখতে পারেন। গাঢ় রঙের পর্দায় ঘরের শোভা বাড়বে। কারণ পূর্ব দিকের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে গাঢ় রং বেশ মানিয়ে যায়। যেকোনও রঙের গাঢ় রঙটাই বেছে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন তা যেন দেয়ালের রঙের সঙ্গে মানানসই হয়।

বাড়ি পশ্চিমমুখী ঘরের জন্য হালকা রঙই ঠিক। বেছে নিতে পারেন, সাদা কিংবা ছাই রঙয়ের পর্দা। এই পর্দা মনের প্রশান্তির দিবে। চোখের শান্তিও মিলবে। 

বাড়ির উত্তরমুখী ঘরে দিতে পারেন হালকা সবুজ রঙের পর্দা। বাচ্চাদের জন্য উত্তরমুখী ঘর বাছাই করতে পারেন। যেখানে বাচ্চারা লেখাপড়া করবে এবং শান্তিতে ঘুমাবে। তাদের ঘরের জন্য সবুজ রঙের পর্দা দিলে সহজেই চোখের প্রশান্তি দিবে। পড়ালেখায়ও মনোযোগী হবে বাচ্চারা। 

আপনার ঘরটি যদি উত্তর-পশ্চিমমুখী হয় তবে অবশ্যই সাদা রঙের পর্দা বেছে নিন। দক্ষিণ-পূর্ব মুখী ঘরের জন্য হালকা গোলাপি, হলুদ কিংবা লাল রঙের পর্দা নিতে পারেন। এই রঙগুলো ঘরের সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলবে।

এছাড়াও মনে রাখতে হবে, শোয়ার ঘর প্রশান্তির হতে হবে। তাই শোয়ার ঘরের পর্দা হালকা রং হওয়াই ভালো। এক্ষেত্রে হালকা পিচ, বেগুনি, হালকা হলুদ হতে পারে সেরা পছন্দ। 

আপনি যদি প্রিন্টের পর্দা পছন্দ করেন তবে গোলাপ কিংবা বড় ফুলের প্রিন্ট বেছে নিন। ছোট ফুলের প্রিন্টও ভালো লাগে। তবে খুব বেশি গাঢ় রঙের না হয় তা খেয়াল রাখুন। 

বাড়ির বসার ঘরের পর্দায় বাছাই করুন নীল, হলুদ, গোলাপি রং। খাওয়ার ঘরে রাখতে পারেন গোলাপি, সবুজ এবং নীল রঙের পর্দা। অনেকে বাথরুমেও পর্দা ব্যবহার করে। এক্ষেত্রে ছাই, সাদা কিংবা কালো রঙের পর্দা বেশ মানিয়ে যাবে। 

Link copied!