• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

স্ত্রীর প্রশংসা করার দিন আজ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:০২ পিএম
স্ত্রীর প্রশংসা করার দিন আজ 

দাম্পত্য জীবনে সঙ্গীর প্রশংসা করা সুখী সম্পর্কের অন্যতম উপায়। বিশেষ করে স্ত্রীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দিনটি হতে পারে সেরা সুযোগ।

প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রী প্রশংসা দিবস। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবার এ দিবস উদযাপনের পর এখন তা অনেক দেশে পালন করা হয়। মূল উদ্দেশ্য হলো স্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সম্পর্ককে আরও মজবুত করা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রশংসা শুধু সম্পর্কের সৌন্দর্য বাড়ায় না, বরং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দৃঢ় করে। যারা সাধারণ সময়ে মুখে প্রকাশ করতে দ্বিধা বোধ করেন, তারা আজকের দিনটিকে কাজে লাগাতে পারেন।

দিনটি উদযাপনের জন্য স্বামীদের প্রতি পরামর্শ— স্ত্রীর ভালোগুণগুলো খোলামেলা প্রশংসা করুন, ফুল বা ছোট উপহার দিতে পারেন কিংবা তার পছন্দের কোনো জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারেন। ছোট্ট একটি প্রশংসা বা কৃতজ্ঞতার বাক্যও সম্পর্ককে করে তুলতে পারে আরও সুন্দর।

Link copied!