জানার তো শেষ নেই। এমন মজার অনেক তথ্য আছে যা আমরা জানি না। বিজ্ঞানিরা কিছু তথ্যের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও দিয়েছেন । গবেষণায় তারা প্রমাণ পেয়েছেন এবং মানবদেহের অজানা তথ্যগুলো তুলে ধরেছেন। মজার এই তথ্যের কিছু জানাব আজকের আয়োজনে_
- মস্তিষ্কের স্নায়ুর তরঙ্গের গতি ঘণ্টায় ২৭৪ কিলোমিটার।
- মানব ভ্রুণের ৩ মাস বয়সে আঙ্গুলের ছাপ তৈরি হয়।
- পুরুষের তুলনায় নারীর হৃদ স্পন্দন দ্রুত হয়।
- জন্মের পর থেকে আমাদের চোখের আকৃতি একই থাকে। কিন্তু নাক ও কানের বৃদ্ধি চলমান থাকে।
- মানবদেহের শিরা উপশিরাগুলো একসারিতে যুক্ত করলে এর দৈর্ঘ হবে প্রায় ১ লাখ কিলোমিটার।
- মানবদেহে চামড়া পুরো জীবনদশায় ১ হাজার বার বদলায়।
- মানব জিহ্বায় ২ হাজার ধরণের স্বাদ গ্রহণের ক্ষমতা থাকে।
- মানুষের ঠাণ্ডাজনিত রোগ প্রায় একশ ভিন্ন ধরণের ভাইরাসের কারণে হয়।
- চুল যদি আজীবন বাড়তে থাকে তাহলে তার সম্পূর্ণ দৈর্ঘ হবে ৭২৫ কিলোমিটার।
- মানবদেহে মোট ৪টি অংশে গ্লুকোজের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে লাল রক্তকণিকা, রোগপ্রতিরোধ ক্ষমতা, কিডনি ও পুরুষাঙ্গ।
- মানবদেহে দাঁত হচ্ছে এমন একটি অঙ্গ যা নিজেকে নিরাময় করতে পারে না।
- সৃষ্টি জগতে মানুষ একমাত্র প্রাণী যারা পিঠে ভর দিয়ে চিত হয়ে ঘুমাতে পারে।
- মানব হাঁড় স্টিলের চেয়ে পাঁচগুণ বেশি শক্ত।
- বিশ্বের সব টেলিফোনের তুলনায় বেশি বৈদুত্যিক তরঙ্গ উত্পন্ন করে মানব মস্তিষ্ক।
সূত্র: ব্রাইট সাইড, দ্য হেলদি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও অন্যান্য