গৃহকর্মীর সঙ্গে সুসম্পর্ক রাখুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:২২ পিএম
গৃহকর্মীর সঙ্গে সুসম্পর্ক রাখুন

গৃহকর্মী বা গৃহপরিচারিকা ছাড়া গৃহকর্তী অনেকটাই অচল হয়ে পড়ে। ভারী কাজগুলো গৃহকর্মীর দায়িত্বে দিয়ে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। তাই ঘরের কর্মসংস্থান সুখী করতে গৃহকর্মীর সঙ্গে আপনার সম্পর্কটা সুন্দর হওয়া চাই। অনেকে গৃহকর্মীকে কীভাবে নির্দেশনা দিবেন কিংবা কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করবেন সেই বিষয়টি বুঝে উঠতে পারেন না।

গৃহকর্মীর সঙ্গে সুসম্পর্ক কীভাবে ঠিক থাকবে, এই বিষয়ে কিছু ধারনা দিব এই আয়োজনে_

  • গৃহকর্মী নিয়োগের আগে আপনার প্রত্যাশা, কাজের ধরন ও দায়িত্বগুলো খুব যত্ন করে বুঝিয়ে দিন। প্রয়োজনে একটি কাগজে লিখে দেয়ালে আটকে রাখুন। যেখানে গৃহকর্মী সহজেই দেখতে পাবেন। এতে গৃহকর্মী সহজেই নিজেকে কাজগুলো বুঝে নিবে। দ্রুত অভ্যস্ত হয়ে উঠবে।
  • গৃহকর্মী যে ভাষায় কথা বলে অভ্যস্ত তাতে বিদ্রুপ করবেন না। বরং কাজ করতে করতে নিজেদের মতো ভাষায় দক্ষ করে তুলুন। তবে সে না চাইলে চাপ দিবেন না।
  • নিয়োগের পর গৃহকর্মীকে কাজের প্রশিক্ষণ দিয়ে নিন। এতে সে দ্রুত কাজের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হতে পারবে।
  • গৃহকর্মী যদি বাড়িতেই রাখেন তাহলে তার ঘুমের বিষয়টিও নিশ্চিত করবেন। প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে দিন। তার সুস্থতা নিশ্চিত করলেই আপনি ঘরের কাজে তার সর্বোচ্চ চেষ্টাটা পাবেন।
  • সুস্থ রাখতে পর্যাপ্ত খাবার খেতে দিন। এতে আপনার দ্বারা নির্ধারিত সব কাজের জন্য তার যথেষ্ট শক্তি আছে বেল নিশ্চিত করতে পারবে।
  • একটি নির্দিষ্ট সময়সূচী নির্ধারণ করে দিন। দিনের কখন, কী করবে তা জানিয়ে দিন। এতে কাজগুলো গুছানো থাকবে।
  • গৃহকর্মীকে বাড়ির নিয়মগুলো শিখিয়ে নিন। যেমন, অনুমতি ছাড়া শয়নকক্ষে প্রবেশ না করা, যোগাযোগের জন্য একটি নির্দিষ্ট ফোন রেখে দেওয়া, ঘরের অপ্রয়োজনীয় লাইট জ্বালিয়ে না রাখাসহ এমন কিছু নিয়ম আছে যা আপনি তাকে শিখিয়ে নেবেন।
  • গৃহকর্মীকে বিচার করার অজুহাতে আপনার সাধারণ জ্ঞান ব্যবহার করবেন না। এতে সে কষ্ট পেতে পারে।
  • গৃহকর্মীর ভালো কাজের প্রশংসা করুন। কোন ভুল হয়ে গেলেও গৃহকর্মীকে বকুনি দিচ্ছেন এমন শব্দ ব্যবহার করবেন না।
  • গৃহকর্মীকে মাঝে মাঝে ভালো কাজের জন্য় পুরস্কৃত করুন। কিছু টাকা দিয়ে বা একদিনের ছুটি দিয়ে তাকে খুশি করতে পারেন। এতে গৃহকর্মী উত্সাহিত হয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে।
  • গৃহকর্মীর ওপর অতিরিক্ত নির্ভরতা রাখবেন না। গৃহকর্মী থাকার পরও পরিবারের সবাই নিজেদের ছোট ছোট কাজগুলো নিজেরাই করার চেষ্টা করুন।
  • গৃহকর্মীর মোবাইল ব্যবহার করলে তা বন্ধ করাবেন না। বরং তাকে বলুন কাজের সময় যেন মোবাইল ফোনটি দূরে রাখে। এটা ঠিক যে আপনার সন্তানের দেখাশোনার সময় গৃহকর্মী মোবাইল ফোন ব্যবহার করা ঠিক নয়। তবে ফোনটি বাজেয়াপ্ত না করে বুঝিয়ে বলুন।
  • কখনও গৃহকর্মীকে গালি দিবেন না। মৌখিক বা শারীরিকভাবে অপব্যবহার করবেন না। তার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন।
  • গৃহপরিচারিকা যদি আপনার বৃদ্ধ বাবা-মার দেখাশোনা করেন তবে তাকে সহায়তা করুন। কীভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো দেখিয়ে দিন।
Link copied!