• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগের তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:২২ পিএম
৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগের তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক ‘অফিসার (জেনারেল)’– পদের জন্য অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ৭১ জন প্রার্থীকে তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সাল ভিত্তিক ‘অফিসার (জেনারেল)’ এর ২ হাজার ৪৬ টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষাসমূহে (লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণপূর্বক ৭০ জন প্রার্থীকে ৩য় পর্যায়ে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।  

তৃতীয় পর্যায়ে নিয়োগের জন্য ৭১ জনের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৬ জন, সোনালী ব্যাংকে ১৫, জনতা ব্যাংকে ১৬ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ৪ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর

বাংলাদেশ কৃষি ব্যাংক
১০২৩২৬, ১০৪৬৯২, ১১১০৬৫, ১২৬২৭৩, ১২৮৩৯৩, ১৩৮১৩৩, ১৪৮০৪৫, ১৫১১৭৪, ১৫৬৫৯৫, ১৬৫১৬৫, ১৬৯১৬৬, ১৭২৩৭২, ১৮২৪৫০, ১৮৫০০৮, ১৮৮২৬২, ১৯৯৩২০, ২০০৯৯২, ২০১৪৯২, ২২০৮২৪, ২২১৪৮৪, ২২২২৫৫, ২২৪২৭৭, ২৩২৯০৭, ২৩৫৯৯১, ২৪০৫৫৪, ২৪২৬০১, ২৫১০৮২, ২৬১৪৯১, ২৬৬৭২৩, ২৭২৭১৩, ২৭৮৮৪৭, ২৭৯০৩২, ৩০৫০৫৬, ১৯৫৪৩, ৩২৪২০৩, ৩৩৪০৭৯ = ৩৬ জন

সোনালী ব্যাংক লিমিটেড
১২৩৭৫৯, ১৪৩৫০৭, ১৫০৮৫১, ১৫৪৩১৮, ১৫৯০০৩, ১৭৭৪৮৬, ২১৭৫৪৪, ২৪৫০৫৮, ২৪৬৬১১, ২৬০২৯৬, ৩০০২৮৬, ৩০৬০১০, ৩০৬৯৪৯, ৩৩০৪৬৩ = ১৫ জন

জনতা ব্যাংক লিমিটেড
১১০৬৫২, ১২১২১৬, ১২৫৩২৬, ১৩১৮৪০, ১৪৫০৯৯, ১৪৭৭৯৫, ১৫২২৯৩, ১৭০১৪৫, ১৮৮৩০২, ২০৮৭২৫, ২২৩১১৩, ২৩৯৪১৯, ২৬০৯১২, ২৬৯৪৩৯, ২৭৮৫২৩, ৩২৬৫৫৮ = ১৬ জন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন
১৭২৭৮, ১৮৮০২৭, ৩১৫৩২২, ৩২৪১০৫ = ৪ জন

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

Link copied!