• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মেট্রোরেলে আবারও নিয়োগ দিচ্ছে ২৮টি পদে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ১০:০১ এএম
মেট্রোরেলে আবারও নিয়োগ দিচ্ছে ২৮টি পদে

শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–০৪ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবদেনপত্র পাঠাতে হবে।

পদের নাম
ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন)।

যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স
৬২ বছর।

 

পদের নাম
ডিরেক্টর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)।

যোগ্যতা
স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স

বয়স
৬২ বছর।


পদের নাম
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং)

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বয়স
৬২ বছর।


পদের নাম
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বয়স
৬২ বছর।

 

পদের নাম
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বয়স
৬২ বছর

পদের নাম
চিফ ট্রাফিক কন্ট্রোলার

যোগ্যতা
স্নাতক ডিগ্রি থাকতে হবে।

পদের নাম
চিফ ট্র্যাকশন পাওয়ার কন্ট্রোলার

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

বেতন গ্রেড
১০


পদের নাম
সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

 

পদের নাম

যোগ্যতা
সমমানের ডিগ্রি।

 

পদের নাম
স্কিল্ড মেইনটেনার

যোগ্যতা 

এইচএসসিতে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

পদের নাম
স্কিল্ড মেইনটেনার

যোগ্যতা 
এইচএসসিতে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।


পদের নাম
স্কিল্ড মেইনটেনার (রোলিং স্টক)

যোগ্যতা  
এইচএসসিতে জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

পদের নাম
স্কিল্ড মেশিন অপারেটর

যোগ্যতা 
এইচএসসিতে (ভোকেশনাল) জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

পদের নাম
স্কিল্ড ড্রাইভার ক্যাটেনারি মেইনটেন্যান্স ভেহিকেল

যোগ্যতা 
এইচএসসিতে (ভোকেশনাল) জিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

পদের নাম
স্কিল্ড রেল কাম রোড ভেহিকল (আরআরভি-রোলিং স্টক)

যোগ্যতা 
এইচএসসিতে (ভোকেশনাল) জিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

পদের নাম
স্কিল্ড ফর্ক লিফট অপারেটর।

যোগ্যতা 
এইচএসসিতে জিপিএ–৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে।

 

আবেদন যেভাবে
বিশেষ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

Link copied!