• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

রাজউকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ২২ এপ্রিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ০৪:৫৫ পিএম
রাজউকের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু ২২ এপ্রিল
প্রতিকী ছবিঃ সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরির নবম ও দশম গ্রেডের ৯০টি পদের লিখিত (রচনামূলক) পরীক্ষার ফল প্রকাশ। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে।

রাজউকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে। চলবে আগামী ৩ জুন পর্যন্ত। মতিঝিলে রাজউক ভবনের  কক্ষ নম্বর ৩১৫ (চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে সত্যায়িত অনুলিপি পরীক্ষার কেন্দ্রে জমা দিতে হবে (সব সত্যায়ন/প্রত্যয়ন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে)।

মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। মৌখিক পরীক্ষার সময় মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে না। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

কোনও ক্ষেত্রে যাচিত কাগজপত্রের ঘাটতি থাকলে বা পরবর্তী সময়ে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি/অসত্য তথ্য প্রদান/কোনো জাল সনদ দাখিল/অসদুপায় অবলম্বন/প্রতারণার আশ্রয় নিলে বা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো শর্তের গুরুতর ঘাটতি/ত্রুটি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনও পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত সূচি দেখতে এই লিংকে ক্লিক করুন।

চাকরি চাই বিভাগের আরো খবর

Link copied!