পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে কর্মচারী পর্যায়ে বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা ২৫ আগস্ট ও ১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভাণ্ডাররক্ষক ও জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই দুই দিন পরীক্ষা চলবে।
রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজে পরীক্ষা নেওয়া হবে।
লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ইতিপূর্বে প্রাথমিক বাছাই পরীক্ষার সময় প্রদত্ত প্রবেশপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।