• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

৬ ব্যাংকের নবম গ্রেডের পদের মৌখিক পরীক্ষা শুরু ২৭ মার্চ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৮:০২ পিএম
৬ ব্যাংকের নবম গ্রেডের পদের মৌখিক পরীক্ষা শুরু ২৭ মার্চ
প্রতিকি ছবি: সংগৃহীত

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল)’ পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ২৭ মার্চ শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০২০ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল)/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল)’ পদটি নবম গ্রেডের। এর জব আইডি ১০১৫১। মোট ৫৮টি শূন্য পদ পূরণের জন্য ২০২৩ সালের ৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে এবার মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৭ মার্চ শুরু হবে। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকায় অনুষ্ঠিত হবে।

৫৮টি শূন্য পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে ১টি, জনতা ব্যাংক পিএলসিতে ১২টি, অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ১৬টি পদ আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনও ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। তবে এর আগে অনুষ্ঠিত প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে রিপোর্ট করার কোনও কারণ কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এ–সংক্রান্ত এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষা শুরুর আগে অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডের সহযোগী সদস্যদের কাছে জমা দিতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে
*পরিচালক (বিএসসিএস) ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র।

*সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম ও রোল নম্বর লিখতে হবে)।
সংশ্লিষ্ট পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র।

*সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (ক্রমানুসারে সাজিয়ে এসএসসি/সমমান সনদ, এইচএসসি/সমমান সনদ, চার বছর মেয়াদি (সিভিল ইঞ্জিনিয়ারিং/পুরকৌশল বিষয়ে) স্নাতক/স্নাতক(সম্মান) সনদ ও মার্কশিট, স্নাতকোত্তর সনদ ও মার্কশিট।

*স্নাতক/স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর পর্যায়ের সনদ/মার্কশিটে ফলাফল প্রকাশের তারিখ উল্লেখ না থাকলে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যুকৃত ফলাফল প্রকাশের তারিখসংক্রান্ত সনদ (ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২২)।

*‘ও’ লেভেল/‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হলে অথবা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান সনদ (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ)।

* আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার সমর্থনে (পিতা/স্বামী) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সাম্প্রতিক সময়ে ইস্যুকৃত জাতীয়তা সনদপত্র/নাগরিক সনদপত্র।

*বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী শ্রেণীভুক্ত প্রার্থীদের সংশ্লিষ্ট প্রমাণক দলিলাদি।

*চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র।

বিস্তারিত জানতে ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখতে এই লিংকে ক্লিক করুন। 

চাকরি চাই বিভাগের আরো খবর

Link copied!