• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজার নেবে সিপ,সাপ্তাহিক ছুটি দুই দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ১১:৩০ এএম
অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজার নেবে সিপ,সাপ্তাহিক ছুটি দুই দিন

সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটিতে একটি পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় বা মেইলের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম
ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে (সিপ)

পদের নাম
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার

পদ সংখ্যা
৫০

যোগ্যতা
স্নাতকোত্তর/ স্নাতক পাশ অথবা ডিগ্রি

কাজের ধরন
সংস্থা কর্তৃক নির্ধারিত

চাকরির ধরন
পূর্ণকালীন

নিয়োগের স্থান
গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ

বেতন
প্রথম ৬ মাসে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৭,০০০ টাকা।

আবেদন পদ্ধতি
আবেদন করতে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং ২কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ : ‘‘বরাবর, পরিচালক (মানব সম্পদ বিভাগ) সোশ্যাল এন্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপ বাসা #৫, রোড #৪, ব্লক #এ, সেকশন #১১, মিরপুর, থানা-পল্লবী, ঢাকা-১২১৬’’ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ সময়
২৮ আগস্ট ২০২৩

Link copied!