আন্তর্জাতিক এনজিও সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২টি পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
প্রতিষ্ঠানের নাম
ইসলামিক রিলিফ বাংলাদেশ
পদের নাম
সহকারী প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যা
৮
যোগ্যতা
ডিপ্লোমা ইন সিভিল
পদের নাম
প্রকল্প কর্মকর্তা
পদ সংখ্যা
১
যোগ্যতা
সিভিল ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার অফ সায়েন্স
কর্মক্ষেত্র
অফিস
বয়স
সর্বোচ্চ ৪৫ বছর
নিয়োগের স্থান
১নং পদে নিয়োগের স্থান যশোর (মণিরামপুর) ও খুলনা (ডুমুরিয়া)। ২নং পদে নিয়োগের স্থান যশোর (মণিরামপুর)।
আবেদন পদ্ধতি
আবদন করতে প্রথমে এলিংকে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে [email protected]
এ ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের বিষয় হিসাবে শুধুমাত্র "পদের নাম" উল্লেখ করুন।
আবেদনের শেষ সময়
২৭ আগস্ট ২০২৩