মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে ১১৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১০ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
চাকরির ধরন : সরকারি চাকরি
প্রকাশের তারিখ : ৬ আগস্ট ২০২৫
পদ ও লোকবল: ২টি ও ১১৭ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১০ আগস্ট ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট: https://dnc.dhakadiv.gov.bd
আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
পদসংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: ১১৭ জন
পদের নাম: সিপাই
পদসংখ্যা: ১০৫
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ (১ দশমিক ৬৮) মিটার; মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ (১ দশমিক ৫৭) মিটার;
বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি., সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ (বিরাশি) সেমি
ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি; মহিলা ৪৬ কেজি; এবং অবিবাহিত হতে হবে।
পদের নাম: ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ১২টি
বেতন: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
আবেদনের যোগ্যতা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ (১ দশমিক ৬৮) মিটার
মহিলা-৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ (১ দশমিক ৫৭) মিটার
বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি; সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি
ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি মহিলা-৪৬ কেজি; এবং অবিবাহিত হতে হবে।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৫ তারিখে সিপাই পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫