• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০২:৫৫ পিএম
ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ভারতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কুন্নুরে এই দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস এই খবর জানায়। দুর্ঘটনার হতাহতের মধ্যে জেনারেল বিপিন রাওয়াতসহ সেনা কর্মকর্তাদের পরিবার সদস্যরা ছিলেন বলে জানা গেছে।

খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ওয়েলিংটনের ডিফেন্স কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা করেছিলেন কর্মকর্তারা। এসময় ঘটনায় গুরুতর আহত হন তিনজন। ঘটনাস্থলেই নিহত হয় ৪ জন।

দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি এম-১৭ভি৬ মডেলের চপার ছিল। সেনাবাহিনীর সুত্রে জানা গেছে, এতে মোট ১৪ জন আরোহী ছিলেন।

চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন সেখানে। এছাড়া আরও কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এই দুর্ঘটনায় পড়েন।

 

Link copied!