হংকংয়ের বহুতল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ৪০ তলা ভবনটিতে শতাধিক মানুষ আটকা পড়লেও প্রায় সবাইকেই নিরাপদে বের করে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
স্থানীয় সংবাদমাধ্যম আরটিএইচকে-এর বরাতে এই খবর জানায় এনবিসি নিউজ। এছাড়াও আটকে পড়া বাকিদের জন্য ধোঁয়ার মাঝে শ্বাসপ্রশ্বাস চালানোর বিশেষ যন্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।
পুলিশ জানায়, আগুন লাগার পর ভেতরের সবাই নিচতলার রেস্তোরাঁ থেকে ৩৯ তলায় চলে যান। তাই আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের তেমন কোন ঘটনা ঘটেনি।
এ পর্যন্ত একজন আহতের খবর পাওয়া গেছে। টেলিভিশনে প্রচারিত ছবি ও ভিডিওতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বাইরে ও ভবনের ভেতর অগ্নিনির্বাপক কর্মীদের তৎপরতা দেখা যায়। পুরো এলাকাটি ঘেরাও করে রেখেছে ফায়ার সার্ভিস।