স্বৈরশাসকদের চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুতিন ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের প্রতিক্রিয়ার অবমূল্যায়ন করছেন।
মঙ্গলবার (১ মার্চ) সকালে কংগ্রেসে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন বাইডেন।
ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “যখন কোনো মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে।”
ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে দায়ী করে বাইডেন আরও বলেন, “ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এ জন্য দীর্ঘ মেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে।”
এদিকে পশ্চিমাদের কড়া হুঁশিয়ারির মধ্যেও ইউক্রেনে সেনা অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। কিয়েভে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী ঘিরে বিপুল সেনা সমাবেশ করেছে রাশিয়া।
মার্কিন প্রতিষ্ঠানের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিয়েভের দিকে রাশিয়ার বিশাল সেনাবহর এগিয়ে যাচ্ছে। প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে থাকা এই বহরে সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সেনাদের প্রয়োজনীয় সরঞ্জামের গাড়ি রয়েছে। রুশ বাহিনীর আক্রমণ ও গতিবিধি পর্যালোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, চার দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে।
বৃহস্পতিবার সকালে এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে সেনা অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরপরই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির ভেতরে ঢুকতে শুরু করে রুশ সেনাবাহিনী।