• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০৪:০৮ পিএম
সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত

ভারতের অমৃতসরে সহকর্মীর গুলিতে নিহত হয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের চার সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনায় হামলাকারী জওয়ানও নিহত হন। আহতদের সেখানকার গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অমৃতসরের খাসায় অবস্থিত বিএসএফ মেসে এই হামলা হয় বলে জানা গেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য বা হামলার কারণ সম্পর্কে কোন তথ্য জানান যায়নি।

আহতদের অনেকের অবস্থাই গুরুতর। চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার কারণ জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। বিএসএফের পাশাপাশি এ ঘটনায় তদন্ত করেছে ভারতের পুলিশ।

হামলাকারী জওয়ানের নাম সাত্তেপ্পা। রবিবার সকালে হুট করেই মেসে গুলি এলোপাথাড়ি গুলি করেন তিনি। এসময় তিনি নিজেও আহত হন।

পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসকরা হামলাকারীসহ পাঁচ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন। এক বিবৃতিতে বিএসএফ জানায়, “৬ মার্চ দুর্ভাগ্যজনক এক ঘটনায় অমৃতসরের সদর দপ্তরে ১৪৪ বিএন খাসাতে কনস্টেবল সাত্তেপ্পা এসকে নিজের সহকর্মীদের দিকে গুলি করেন। এতে পাঁচ বিএসএফ সৈন্য আহত হয়েছেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় কনস্টেবল সাত্তেপ্পা এসকেও আহত হয়েছেন। পরে তিনিও মারা যান।”

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার কারণ জানতে চেষ্টা করছে তদন্তকারীরা।

 

Link copied!