২০২০ সালে যুক্তরাজ্যে প্রথম লকডাউনের সময় মদ নিয়ে পার্টি করেছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। সেই ঘটনার বিষয়ে আরও নতুন তথ্য সামনে এনেছে বিবিসি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডাউনিং স্ট্রিট গার্ডেনে সেই অনুষ্ঠানে ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ও তার স্ত্রীও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
যদিও বরিস জনসন সেই অভিযোগ অস্বীকার করেছেন। আর পুলিশ বলছে, করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করছে তারা।
এদিকে আইটিভি নিউজের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এমপিদের ইমেইলে “আজ সন্ধ্যায় ১০ নম্বর রোডের বাগানে আপনাকে পানীয় খাওয়ার আমন্ত্রণ রইল।” এমন বার্তাও পাঠায় আমন্ত্রণকারীরা।
এই ইমেইলটি সবাইকে প্রথম লকডাউনের সময় পাঠানো হয়েছিল। এর বারো দিন পরে ১ জুন যুক্তরাজ্যে করোনাকালীন বিধিনিষেধ শিথিল করা হয়।