• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ায় কার্যক্রম স্থগিত করল নেটফ্লিক্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ১১:২১ এএম
রাশিয়ায় কার্যক্রম স্থগিত করল নেটফ্লিক্স

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। নেটফ্লিক্স যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

এদিকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।

সোমবার (৭ মার্চ) এ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে, তারা রাশিয়ায় তাদের ভবিষ্যৎ প্রকল্প ও অধিগ্রহণ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে।

টিকটক জানিয়েছে, সম্প্রতি রাশিয়ায় একটি আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের বিধানে বলা হয়েছে, কেউ দেশটির সশস্ত্র বাহিনীর বিষয়ে ‘ভুয়া’ খবর ছড়ালে তার কারাদণ্ড হবে। এমন প্রেক্ষাপটে তারা রাশিয়ায় টিকটকের লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিত করছে।

অবশ্য দেশটিতে তার ইন-অ্যাপ মেসেজিং সার্ভিস প্রভাবিত হবে না বলে জানিয়েছে টিকটক।

এদিকে পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রুশ সরকারও পাল্টা পদক্ষেপ নিচ্ছে। শুক্রবার দেশটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে। এছাড়া বিবিসিসহ বেশকিছু গণমাধ্যমও রাশিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে।

Link copied!