• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার চাপে জোট নিরপেক্ষ হবে না ইউক্রেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৮:১৯ পিএম
রাশিয়ার চাপে জোট নিরপেক্ষ হবে না ইউক্রেন

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে থেকেই দেশটিকে জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান করছিল রাশিয়া। শুরু থেকেই অনাগ্রহী হলেও এবার সরাসরি এ দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন সরকার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পডলিয়াক স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি জানান, সহযোগীদের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাবে ইউক্রেন। সুইডিশ ও অস্ট্রিয়ানদের মতো জোট নিরপেক্ষ হওয়া তাদের পক্ষে সম্ভব না।

বুধবার (১৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে। মিখাইল আরও বলেন, “ইউক্রেন নিজস্ব নীতিতেই চলবে। জোট নিরপেক্ষতা আইনগতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। তাই আমাদের হাতে আর কোন বিকল্প নেই।”

এর আগে বুধবার সকালে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ অস্ট্রিয়া ও সুইডেনের মতো ইউক্রেনকে তাদের সেনা ও নৌ বাহিনী নিয়ন্ত্রণ করা উচিৎ বলে মন্তব্য করেন। ২৪ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান চললেও এখনও সমঝোতা করতে রাজি হয়নি তারা।

 

Link copied!