• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

যে ১০টি দেশে এখনো করোনা হয়নি কারও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০৫:৪৫ পিএম
যে ১০টি দেশে এখনো করোনা হয়নি কারও

করোনার নতুন রূপ ওমিক্রনের প্রকোপে আবারও দেশে দেশে বাড়ছে সংক্রমণ। ইউরোপসহ অনেক অঞ্চলে মহামারির চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। যদিও এখনো কিছু দেশ রয়েছে যেখানে এখনো করোনা সংক্রমণই শুরু হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত দুই বছর ধরে বেশ কিছু দেশ করোনভাইরাস ঠেকাতে সক্ষম হয়েছে। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এমন ১০টি দেশের নাম।

করোনার সংক্রমণহীন এই দেশগুলোর অধিকাংশই প্রশান্ত ও অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত। মূলত দেশগুলো দ্বীপরাষ্ট্র হওয়ার কারণেই স্থানীয়রা করোনা থেকে রক্ষা পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও করোনা ঠেকাতে প্রথম থেকেই ভ্রমণের নিষেধাজ্ঞাসহ নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশগুলো।

কমনওয়েলথের সদস্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বাধীন দ্বীপরাষ্ট্র টুভালুতে এখনও কারো করোনা শনাক্ত হয়নি। ২০১৯ সালের শেষে মহামারির শুরুর পরই সতর্ক অবস্থান নেয় দেশটি।

আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছাড়াও বিদেশ থেকে আগতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রয়েছে এখানে। ২৫ বর্গকিলোমিটার আয়তনের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ সম্পূর্ণরূপে টিকা পেয়েছেন।

করোনাহীন দেশের তালিকায় আছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ টোকেলাউ, পিটকের্ন দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নিউই, বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু, হাওয়াই দ্বীপপুঞ্জের দেশ কিরিবাতি এবং দক্ষিণ অ্যাটলান্টিক মহাসাগরের দেশ সেন্ট হেলেনা।

এছাড়া এশিয়ার দেশ উত্তর কোরিয়া ও তুর্কমেনিস্তানও নিজেদের করোনামুক্ত দাবি করছে। যদিও এই দুই দেশের সরকারি তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!