মায়ানমারে উত্তরাঞ্চলে একটি খনিতে ভূমিধসের পর অন্তত একজনের মৃত্যু হয়েছে। এখনও ১০০ জনেরও বেশি নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীদের বরাতে এই খবর জানিয়েছে এএফপি।
বুধবার (২২ ডিসেম্বর) ভোর ভোর ৪টার দিকে এই ভূমিধ্বস হয়। এতে কাচিন রাজ্যের হপাকান্ত খনিতে আটকা পড়েন শ্রমিকরা।
প্রায় ২০০ উদ্ধারকারী সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে। নিখোঁজ খনি শ্রমিকদের উদ্ধারে সেখানকার একটি হ্রদে নৌকা নিয়ে অভিযান চলছে। এ পর্যন্ত আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এছাড়াও স্থানীয় সংবাদমাধ্যম কাচিন নিউজ জানিয়েছে, ভূমিধসে ২০ জন খনি শ্রমিক নিহত হয়েছে।
সামাজিক মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের শেয়ার করা ছবিতে ঘটনাস্থলে বেশ কয়েকজন মানুষকে খনির পাশের লেকে হতাহতদের খোঁজ করতে দেখা যায়।
মায়ানমারের ফায়ার সার্ভিস বলেছে হপাকান্ত ও নিকটবর্তী শহর লোন খিন থেকে উদ্ধারকাজে যোগ দিয়েছেন অনেকে। তবে নিহত বা নিখোঁজের কোন পরিসংখ্যান দেয়নি তারা।