• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভোটের আগেই তৃণমূলের দখলে তিন পৌরসভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৮:০২ পিএম
ভোটের আগেই তৃণমূলের দখলে তিন পৌরসভা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে পৌরসভা নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল সাইঁথিয়া, বজবজ ও দিনহাটায় – এই তিনটি পৌরসভায়।

তবে তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা সেখানকার অধিকাংশ আসনে কোনো বিরোধী প্রার্থীই ভোটে দাঁড়াননি।

তবে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের অভিযোগ গায়ের জোরেই এই কাজ করেছে তৃণমূল। বিরোধী প্রার্থীদের ভয় দেখিয়ে ভোটে দাঁড়াতে দেয়নি তারা।

এমনকি বোলপুরে মনোনয়ন ঠেকাতে ১২ জন বিরোধী প্রার্থীকে আটকে রাখারও অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে। বিজেপির দাবি পুলিশের কাছে অভিযোগের পর তাদের উদ্ধার করা হয়।

আনন্দবাজার জানায়, প্রতিবারই পশ্চিমবঙ্গে ভোটের আগে এ ধরনের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এবারও তার ব্যক্তিক্রম হয়নি।

তৃণমূলের বিরুদ্ধে পরাজয় ঠেকাতে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা, ভোটের দিন এজেন্ট বাধা দেওয়াসহ নানান অভিযোগ বিরোধীদের। ভোটগ্রহণের সময় বোমাবাজি, মারামারির মত সহিংসতার অভিযোগ তো রয়েছেই।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!