ভারতের তামিলনাড়ুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। তবে প্রতিরক্ষা প্রধান জেনারেল রাওয়াতের অবস্থার ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।
বিধ্বস্ত হেলিকপ্টারে জেনারেল রাওয়াতের স্ত্রী, তার প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো ও বিমানবাহিনীর সদস্যরাও ছিলেন। এই মুহূর্তে একজন পুরুষ আরোহী গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এক টুইটে ভারতীয় বিমানবাহিনী জানায়, আইএএফ এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুনুরের কাছে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
তামিলনাড়ুতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে কুন্নুরের গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় সামরিক হেলিকপ্টারটি। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
ওয়েলিংটনের ডিফেন্স কলেজে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিতে রওনা করেছিলেন কর্মকর্তারা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় চারজন। রাওয়াতসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা দুর্ঘটনার কবলে পড়েছেন।