• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বন্যাদুর্গত অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০১:৪৩ পিএম
বন্যাদুর্গত অস্ট্রেলিয়ায় জরুরি অবস্থা জারি

অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতির পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে বন্যায় এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

গত দুই সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই দুই রাজ্যে। এতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।

বন্যাদুর্গতদের দ্রুত উদ্ধার ও সহায়তা পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জনগণের রোষানলে পড়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। পরিবেশবাদীরাও প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানিয়েছেন।

তাই মরিসন মনে করছেন, জাতীয় জরুরি অবস্থা জারি হলে কেন্দ্র সরকার পরিস্থিতি মোকাবেলায় সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ পাবে।

বুধবার লিসমোর শহরে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। স্কট মরিসন আরও বলেছেন, ৫০০ বছরের মধ্যে দেশে এমন বন্যা পরিস্থিতি দেখা যায়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “এখানকার পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। আমরা সবাই সেটা অনুভব করতে পারছি।”

২০১৯-২০ সালে দাবানলের সময়ও জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল অস্ট্রেলিয়া। তাই দুর্যোগগ্রস্ত এলাকায় সরকারি পরিষেবা ও সহায়তা দ্রুত পৌঁছানোর লক্ষ্যে আবারও একই সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী।

Link copied!