• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ঘাঁটিতে হামলা, নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৪:২৯ পিএম
পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের ঘাঁটিতে হামলা, নিহত ৯

পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালে ইয়াভোরিভ শহরের আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র।

হামলাস্থলটি পোলিশ সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে ও লভিভ শহরের কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও সেখানকার সেনা ঘাঁটির আয়তন প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার। ধারণ ক্ষমতা ১৭০০ জনের বেশি। তবে হামলার সময় কত লোক সেখানে উপস্থিতি ছিল তা জানা যায়নি।

এই সামরিক ঘাঁটি মূলত ইউক্রেনের সামরিক বাহিনী ও ন্যাটো অংশীদারদের প্রশিক্ষণ এবং অনুশীলনের জন্য ব্যবহৃত হতো। ফেব্রুয়ারী মাসের প্রথম দিকের ছবিতে সেখানে মার্কিন সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ঘাঁটিতে অনুশীলন করতে দেখা গেছে।

লভিভ অঞ্চলের গভর্নর বলেছেন, সামরিক স্থাপনাটিতে বিমান হামলায় নয়জন নিহত ও অন্তত ৫৭ জন আহত হয়েছেন। এছাড়াও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশী সামরিক প্রশিক্ষকরা পোলিশ সীমান্তের কাছে ইয়াভোরিভ সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে রুশ আক্রমণের সময় সেখানে কেউ উপস্থিত ছিল কিনা তা স্পষ্ট নয়।

Link copied!