দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সঙ্গে তার সর্বকনিষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনত আল-হুসেইনের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত। এ বিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে সব মিলিয়ে সব মিলিয়ে ৫০ কোটি পাউন্ড দিতে হবে রশিদ আল-মাকতুমকে। বাংলাদেশ মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৬৯০ কোটি টাকা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করে যুক্তরাজ্যের হাইকোর্ট মঙ্গলবার এ রায় দিয়েছে।
এ প্রতিবেদনে বিবিসি জানায়,৭২ বছরের ধনকুবের রশিদ আল-মাখতুমের ছয় স্ত্রীর মধ্যে প্রিন্সেস হায়া কনিষ্ঠতম। তিনি জর্ডানের সাবেক বাদশাহ হুসেইন বিন-তালালের মেয়ে। ৪৭ বছর বয়সী হায়া দুই সন্তান নিয়ে ২০১৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
যুক্তরাজ্যের হাইকোর্ট জানিয়েছে, বিয়েবিচ্ছেদের জন্য প্রিন্সেস হায়াকে ২৫ কোটি ১৫ লাখ পাউন্ড দিতে হবে। পাশাপাশি লন্ডনে কেনসিংটন প্রাসাদের পাশের একটি বিলাসবহুল বাড়ি ও সুরির বাড়িটির নিয়ন্ত্রণ থাকবে হায়ার হাতে।
এছাড়া প্রিন্সেস হায়ার দুই সন্তানের প্রত্যেককে প্রতি বছর ৫৬ লাখ পাউন্ড দিতে হবে এবং তা ২৯ কোটি পাউন্ডের একটি গ্যারান্টি দিয়ে সুরক্ষিত করা থাকবে। এই দুই সন্তানের একজনের বয়স ১৪ বছর, আরেকজনের ৯ বছর।
প্রিন্সেস হায়া তার এক ব্রিটিশ দেহরক্ষীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে জানার পর শেখ মোহাম্মদ ‘তুমি বেঁচে ছিলে, তুমি মরে গেছো’ নামে একটি কবিতা প্রকাশ করেন। এই কবিতার মধ্যে দিয়ে প্রিন্সেস হায়াকে হুমকি দেওয়া হয় বলে অনুমান করা হয়।