• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের কলোরাডো, নিখোঁজ ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ০৪:৩৩ পিএম
দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের কলোরাডো, নিখোঁজ ২

দেশজুড়ে তুষারঝড়ের মাঝে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। বার্তা সংস্থা এপি জানায়, তীব্র বাতাসে ঘাসের মাঠ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ছে কলোরাডোর বিস্তীর্ণ উত্তরাঞ্চল। মাত্র কয়েক ঘণ্টায় ভস্মীভূত হয়ে গেছে সেখানকার শত শত বাড়িঘর।

উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মাঝেই নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান করছেন। বিশাল দাবানল থেকে ধোঁয়া ওঠা আগুনের শিখায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ।

আগুনে অন্তত ২৪ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। ডেনভার ও বোল্ডারের মধ্যবর্তী শহরতলিতে প্রায় ১ হাজার বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

প্রায় তুষারবিহীন শীতের মধ্যে গত বছরের শেষ দিকে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আগুনের সূত্রপাত হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতির অবনতি ঘটেছে।

রবিবার থেকে তুষারপাত কিছুটা বাড়ায় ও তাপমাত্রা কমে যাওয়ায় পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বোল্ডার কাউন্টির মুখপাত্র জেনিফার চার্চিল জানান, এ পর্যন্ত তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জীবিত পাওয়া গেছে একজনকে।

 

Link copied!