• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশিকে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০১:২২ পিএম
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশিকে হত্যা

চাঁদা দিতে অস্বীকার করায় দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থাবানচু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম গোলাম মোস্তফা। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোস্তফার বড় ভাই কিরন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কাজ করছিলেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের শেষ ফোনে কথা হয়।

এরপর রাত পৌনে ১টার দিকে ভাইয়ের মৃত্যুর খবর পান কিরন। তিনি জানান, সশস্ত্র সন্ত্রাসীরা দোকানে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা মোস্তফাকে এলোপাতাড়ি গুলি করে।

তাকে হত্যা করে দোকানের মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখে। মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Link copied!