রাষ্ট্রীয় তথ্য ফাঁসের দায়ে প্রায় তিন বছর ধরেই কারাবন্দী উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবার আবদ্ধ হচ্ছেন বিয়ের বন্ধনে। স্কাই নিউজ জানায়, লন্ডনে স্থানীয় সময় বুধবার নিজের বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করছেন তিনি।
অ্যাসাঞ্জকে ২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে উচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে স্থানান্তর করা হয়। গত বছর বিয়ের অনুমতি পান তিনি।
তবে কারাগারে আয়োজিত এই অনুষ্ঠানে মাত্র চারজন অতিথি ও দুইজন সাক্ষী থাকতে পারবেন। পাশাপাশি দুইজন নিরাপত্তারক্ষীকেও উপস্থিত থাকতে হবে।
নিষেধাজ্ঞায় থাকা সত্ত্বেও অ্যাসাঞ্জকে বিয়ে করার অনুমতি পেয়ে সংবাদমাধ্যমের কাছে আনন্দ প্রকাশ করেছেন স্টেলা মরিস। ইতিমধ্যেই বেলমার্শের কারাগারে তাদের বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন করা হয়েছে।
মূলত আফগানিস্তান ও ইরাক যুদ্ধ-সম্পর্কিত কয়েক হাজার গোপন নথি উইকিলিকসে প্রকাশ করার পর জাতীয় প্রতিরক্ষায় বিঘ্ন ঘটানোর দায়ে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
যদিও শুরু থেকেই তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে বলে সব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থা ও সাংবাদিক গোষ্ঠীও এই মামলায় তার পক্ষে সমর্থন দিয়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে মামলা প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই করছেন।