• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছুটির দিনে ঘরে থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১২:৩৬ পিএম
ছুটির দিনে ঘরে থাকতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বড়দিনের আগেভাগেই বিশ্বের অনেক দেশেই এসেছে ছুটির আমেজ। বছর শেষে এই সুযোগে অনেকেই দেশের ঘোরাঘুরি কিংবা ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন। মহামারির চতুর্থ ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে ইউরোপে। তাই এমন পরিস্থিতিতে বড়দিনের ছুটিতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও)।

জনস্বাস্থ্য রক্ষায় জনগণকে ছুটির পরিকল্পনা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছে ডাব্লুএইচও’র প্রধান ড. তেদরোস আধানম ঘেব্রেইসাস। তিনি বলেন, “সিদ্ধান্তটা কঠিন হলেও একটি জীবন নষ্ট করার চাইতে একটা ছুটির পরিকল্পনা বাতিল করাই ভাল। কিছু কিছু ক্ষেত্রে এসব পরিকল্পনা পিছিয়ে দেওয়া উচিৎ।”

তেদরোস আরও জানান, ডেলটার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এছাড়াও যুক্তরাষ্ট্রে এখন ওমিক্রন সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে বলে জানান বিশেষজ্ঞরা।

অন্যদিকে ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছে। ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে অনেক দেশ। আর নেদারল্যান্ডসে বড়োদিনের পুরো সময়টাই কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

Link copied!