চীনে ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে ১৩২ আরোহীর কেউই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছে কর্তৃপক্ষ। তাই আরোহীদের স্বজনরা অশ্রুসিক্ত চোখে অপেক্ষা করছেন বিমানবন্দরে।
স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) দুপুরে চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের ওই বিমানটি বিধ্বস্ত হয় গুয়ানসি অঞ্চলের উঝোউয়ের পাহাড়ি এলাকায়।
মঙ্গলবার (২২ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে জানায়, খবর পেয়ে বিমানবন্দরে যান আরোহীদের স্বজনরা। স্বজনদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। কাঁদছেন কেউ কেউ। তাকিয়ে আছেন বিমর্ষ হয়ে। গুয়াংজু বিমানবন্দরের চিত্র এখন এমন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সেখানে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘ সময় ধরে স্বজনদের মরদেহ নিতে অপেক্ষায় করছে অনেক মানুষ।
এ ঘটনায় চীনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় পুরোদমে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং।
১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহর ছেড়ে যায় বোয়িং-৭৩৭ বিমানটি। গুয়ানসি অঞ্চলের উঝোউয়ের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় এটি। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় আগুন ধরে যায়। এরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।